বাকৃবির অর্নাস ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর

বাকৃবির অর্নাস ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৭:০৯
বাকৃবির অর্নাস ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের (লেভেল-১ সেমিস্টার-১)  ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ভর্তি কমিটির দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান এবং ২০১৫-১৬ সালের এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় সমষ্টিগতভাবে ন্যূনতম জিপিএ ৯ প্রাপ্ত শিক্ষার্থীরা ৭  সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। 
 
ভর্তি পরীক্ষার আবেদন ফি ৭০০টাকা। ডাচ্ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ১৫ অক্টোবর পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। প্রবেশপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ১৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ডাউনলোড করা যাবে। 
 
বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে মোট ১২০০ সিটের বিপরীতে দশ গুণ (১২,০০০) শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংগ্রহণের সুযোগ দেয়া হবে। পদার্থ, রসায়ন, গণিত ও জীববিদ্যা বিষয়ে মোট ১০০ নম্বরের লিখিত ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে নেয়া হবে। 
 
প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে। ভর্তি পরীক্ষায় শুধুমাত্র Fx-100/570/991 মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়া হবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর সাবজেক্ট চয়েস দিতে হবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের (http://admission.bau.edu.bd)  ওয়েবসাইটে পাওয়া যাবে।
 
বিবার্তা/সরদার/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com