বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসের মিডিয়া চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়।
উপাচার্য ড. একে এম নুর-উন-নবীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, বিজনেস অনুষদের ডিন ফেরদৌস রহমান, কলা অনুষদের ডিন ড. সাইদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন ড. তাজুল ইসলাম।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষকদের আদর্শ মডেল হতে হবে। সর্বস্তরের জনসাধারণকে নিয়ে সম্মিলিতভাবে জঙ্গিবাদ রুখতে হবে। এসময় সচেতনতা বৃদ্ধির জন্য পরবর্তীতে অবিভাবক সমাবেশ করা হবে বলেও জানান উপাচার্য।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বিবার্তা/সাইফুল/কাফী