ফরাসি কবি ইভেস বোনেফয় আর নেই

ফরাসি কবি ইভেস বোনেফয় আর নেই
প্রকাশ : ০২ জুলাই ২০১৬, ১২:৩৬:০৯
ফরাসি কবি ইভেস বোনেফয় আর নেই
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় সমকালীন কবি ইভেস বোনেফয় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। শুক্রবার তিনি মারা গেছেন স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।

তার লেখা শতাধিক বই ৩০টি ভাষায় অনুবাদ করা হয়েছে। এই বইগুলো উচ্চমানের ফরাসি ভাষায় রচিত। এছাড়া সাহিত্যে নোবেল পুরষ্কার জয়ের ব্যাপারে তার নামটি প্রায়ই উচ্চারিত হত। শেক্সপিয়রের নাটক অনুবাদের জন্যই তিনি সুপরিচিত ছিলেন। এর পাশাপাশি ইয়েটস, পেট্রাচ ও তার বন্ধু জর্জ সেফেরিসের জন্যও কাজ করতেন।

বোনেফয়ের মৃত্যুতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে টুইটারে তার ভক্ত অনুরাগীরা শোক জানাচ্ছেন। এসব টুইটার বার্তায় তার সবচেয়ে জনপ্রিয় লেখাগুলোর লাইন জুড়ে দেয়া হয়েছে।

বোনেফয় ১৯২৩ সালে ফ্রান্সের মধ্যাঞ্চলীয় টুর্সে জন্মগ্রহণ করেন। তার বাবা রেলওয়েতে কাজ করতেন এবং মা একজন স্কুল শিক্ষিকা ছিলেন। সূত্র: এএফপি

বিবার্তা/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com