‘দেশের জন্য ক্ষতিকর সংবাদ প্রকাশ করবেন না’

‘দেশের জন্য ক্ষতিকর সংবাদ প্রকাশ করবেন না’
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৬, ২০:০৮:৩২
‘দেশের জন্য ক্ষতিকর সংবাদ প্রকাশ করবেন না’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
যে সংবাদ পরিবেশন করলে দেশের ক্ষতি হয়, এমন সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
 
সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহত্তর ঢাকা জেলা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি এ আহ্বান জানান। 
 
এ সময় আরো বক্তব্য দেন- সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, বৃহত্তর ঢাকা জেলা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফরিদ হোসেন, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।
 
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের ক্ষতি হয় এমন সংবাদ পরিবেশন করবেন না। বিষয়টি আপনাদের বিবেচনার কাছে রেখে গেলাম। অবিবেচিত সংবাদ পরিবেশনে অনেক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে বিনয়ের সাথে অনুরোধ জানান তিনি।
 
তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। যারা এমন প্রচেষ্টা করছে তারা কারা? এদেরকে চিহ্নিত করতে গেলে দেখবেন ৭৫ পরবর্তী সময়ে যারা রগকাটা রাজনীতি প্রবর্তন করেছে, তারাই পরবর্তী সময়ে জেএমবি, আনসারুল্লা বাংলাটিম, হুজি বিভিন্ন নামে আত্মপ্রকাশ করেছে। 
 
তিনি বলেন, এসব জঙ্গিদের শেকড়ে টান দিলেই দেখা যায়, এদের আশ্রয়-প্রশ্রয়দাতা, মাস্টারমাইন্ডের ঠিকানা একই। এরা বিদেশি কোনো টেরোরিস্ট না, হোম গ্রোন জঙ্গি।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অনেক দেশের রাষ্ট্রদূত আমার সঙ্গে সাক্ষাত করেছেন। তাদেরকে আমি স্পষ্ট করে বলি, এখানে বিদেশি টেরোরিস্ট বা আইএস বলতে কিছু নেই, এরা লোকাল সন্ত্রাসী। দেশের এগিয়ে যাওয়া রোধ করতে এবং যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতে দেশীয় সন্ত্রাসীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে।
 
বিবার্তা/রোকন/কাফী
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com