তেলাপোকা মাথা ছাড়াও ১০ দিন বাঁচে

তেলাপোকা মাথা ছাড়াও ১০ দিন বাঁচে
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪৮:৩৯
তেলাপোকা মাথা ছাড়াও ১০ দিন বাঁচে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
আমাদের চারপাশের ঘটে যাওয়া অনেক অদ্ভুত ঘটনা সত্যি আমাদেরকে অবাক করে দেয়।
 
● পৃথিবীর সবচেয়ে কম বয়সী বাবা মায়ের বয়স ছিল ৮ এবং ৯ বছর। চীনে ১৯১০ সালে।
 
● ইংলিশ বর্ণমালায় ‘E’ লেটার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর সবচেয়ে কম ব্যাবহার করা হয় ‘Q’।
 
● প্রতি বর্গ ইঞ্চি শরীরের অংশে ৩২ মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে।
 
●  প্রতি মিনিটে মানুষের শরীরের ৩০০ মিলিয়ন কোষ মারা যায়।
 
● লিওনার্দো দা ভিঞ্ছি একই সময়ে এক হাত দিয়ে লিখতে ও অন্য হাত দিয়ে ছবি আঁকতে পারতেন।
 
● তেলাপোকা মাথা ছাড়াও ১০ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।
 
● মানুষ বছরে গড়ে ১,৪৬০ বারেরও বেশি স্বপ্ন দেখে।
 
● মানুষ যত বড় হতে থাকে তার চোখের রং তত হালকা হতে থাকে।
 
● একজন মানুষ দিনে গড়ে ১৩ বার হাসে।
 
● মানুষ সারা বছরে গড়ে ৪,২০০,০০০ বার চোখের পাতা ফেলে।
 
●  মানুষ সারা জীবনে প্রায় তিন বছরের মতো সময় বাথরুমের কাটায়।
 
● হাতের নখ পায়ের নখের ছেয়ে ৪ গুণ তাড়া বড় হয়।
 
● যুক্তরাষ্ট্রের  হাওয়াই রাজ্য প্রতি বছরে ৪ ইঞ্চি করে জাপানের দিকে সরে যাচ্ছে।
 
● মানুষের শরীর প্রতি সেকেন্ডে ১৫ মিলিয়ন লাল রক্ত কোষ তৈরি করে এবং মেরে করে।
 
● পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ডাক নাম হচ্ছে ‘মুহাম্মাদ’।
 
● বেহালার মাঝে ৭০টি বিভিন্ন ধরনের কাঠ ব্যাবহার করা হয়।
 
● আমেরিকার প্রতি ৪ জন মানুষের মাঝে ১ জনকে টিভিতে দেখানো হয়।
 
● মানুষ ৩০০টি হাড় নিয়ে জন্ম নেয় কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হয় তখন থাকে মাত্র ২০৬ টা।
 
● ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।
 
● চোখ একমাত্র অংশ যা জন্মের সময় থেকে মরার আগ পর্যন্ত একই রকম থাকে। বড় হয় না।
 
● পেঁয়াজ কাটার সময় চুইন গাম খেলে চোখ দিয়ে পানি পড়ে না।
 
● চাঁদ ঠিক মাথার উপরে যখন থাকে তখন আমাদের ওজন কম হয়।
 
● মানুষ নিজে নিজে শ্বাস বন্ধ করে আত্মহত্যা করতে পারে না।
 
● শামুক তিন বছরের মতো সময় ঘুমিয়ে কাঠাতে পারে।
 
● প্রজাপতি পা দিয়ে স্বাদ গ্রহণ করে।
 
● ইঁদুর তাড়াতাড়ি বংশ বিস্তার করে। প্রতি দুই মাসে দুটি ইঁদুর এক মিলিয়নেরও বেশি ইঁদুর তৈরি করতে পারে।
 
● মানুষের নখ যে গতিতে বাড়ে ঠিক সেই একই গতিতে উত্তর আমেরিকা ও ইউরোপ পরস্পর হতে দূরে সরে যাচ্ছে।
 
● পরম শূন্যের চেয়ে ১ ডিগ্রির মত উপরের বুমেরাং নেবুলা মহাবিশ্বে সবচেয়ে শীতলতম স্থান হিসেবে বিবেচিত।
 
● ভূতাত্ত্বিক কারণে প্রতিবছর প্রায় দুই ফুট করে বাড়ে এভারেস্টের উচ্চতা।
 
● ১৮১২ সালে ৮.৬ মাত্রার একটি ভূমিকম্পের প্রভাবে মিসিসিপি নদী কয়েক ঘণ্টার জন্য উল্টো দিকে প্রবাহিত হয়।
 
● যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছাদ থেকে লাফিয়ে আত্নহত্যা করার চেষ্টাকারীর শাস্তি মৃত্যুদণ্ড।
 
●  পৃথিবীর সবচেয়ে মূল্যবান বা দামি পানি হল হাওয়াইয়ের গভীর সমুদ্র তলদেশ থেকে তুলে আনা উচ্চ খনিজসমৃদ্ধ ও বিশেষ উপায়ে লবণমুক্ত করা ‘কণা নিগারি’ পানি। এর এক আউন্স পানির দাম সাড়ে ১৭ ডলার।
 
● পশ্চিম গোলার্ধে সবচেয়ে গরিব দেশ হাইতিতে ক্ষুধার জ্বালায় কাদা দিয়ে তৈরি পিঠা খাওয়া হয়।
 
● কানাডার ভ্যানকোভার শহরে ৪২ বছর বয়সী এক ব্যক্তির দেহে অস্ত্রোপচার করার সময় সবুজ রক্ত দেখা যায়। পরে পরীক্ষা করেদেখা যায় যে, অতিরিক্ত ব্যথানাশক সেবনের ফলে তার রক্ত সবুজ রংয়ে পরিণত হয়।
 
● পৃথিবীতে বিরল গ্রুপের রক্ত হলো বোম্বে রক্ত। যা এইচএইচ রক্ত নামে পরিচিত। এটি ১৯৫০ সালে ভারতের বোম্বে (বর্তমানে মুম্বাই) শহরে আবিষ্কৃত হয়। ধারণা করা হয় যে , সমগ্র ভারতে মাত্র ৫৭ জন মানুষের দেহে এই গ্রুপের রক্ত রয়েছে।
 
●  ১৪ বছর বয়স থেকেই ব্রিটেনের শেফিল্ডে বাসিন্দা স্টিফেন হার্ট ডান কানে ব্যথা অনুভব করতেন। ৩০ বছর পর তার কান অস্ত্রোপচার করে একটি আস্ত দাতঁ খুজে বের করেছেন ডাক্তাররা।
 
● বৈদ্যুতিক বাতির আবিষ্কারক টমাস আলভা এডিসন অন্ধকারকে ভীষণ ভয় পেতেন।
 
●  প্রতি বছর ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০, ১২/১২ তারিখগুলো সপ্তাহের একই দিনে হয়। ২০১০ সালে এ দিনগুলো হলো রবিবার।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com