কুষ্টিয়ায় দুদকের গণশুনানি

কুষ্টিয়ায় দুদকের গণশুনানি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৫:১৫
কুষ্টিয়ায় দুদকের গণশুনানি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুষ্টিয়া পৌরসভার মজিবর রহমান মিলনায়তনে দিনব্যাপী এ শুনানির আয়োজন করা হয়।
 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-দুদকের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- দুদকের পরিচালক মনিরুজ্জামান, দুদক খুলনা অফিসের পরিচালক ড. আবুল হাসান, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি কুষ্টিয়া শাখার সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী।
 
শুনানিতে জেলা ও উপজেলা পর্যায়ের ৩৮টি সরকারি দফতরের কর্মকর্তারা সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগের জবাব দেন। এ সময় দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম সরকারি অফিসগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জন্য কর্মকর্তাদের তাগিদ দেন।
 
বিবার্তা/শরীফুল/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com