ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বঙ্গবন্ধু বর্ণাঢ্য আত্মজীবনীর উপর আলোচনা সভায় বেলজিয়াম রাষ্ট্রদূত ইসমত জাহানের সভাপতিত্বে কাউন্সিলার এ হাসান মাহমুদের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ গনি, বেলজিয়াম আওয়ামী লীগের অন্যতম নেতা শহিদুল হক, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, ফ্রান্স আওয়ামী লীগের অন্যতম নেতা আতিকুজ্জামান, বেলজিয়াম যুবলীগ সভাপতি মোর্শেদ মোহাম্মদ, বেলজিয়াম আওয়ামী লীগ নেতা হুমায়ুন মাকসুদ হিমু, রাফাত উল্লাহ প্রদান, চৌধুরী রতন, সোহেল খান, জামাল মোহাম্মদসহ দূতাবাস কর্মকর্তা।
বিবার্তা/তাহির/জিয়া