ধানমন্ডিতে ‘পুলিশের গুলিতে’ ছিনতাইকারী নিহত

ধানমন্ডিতে ‘পুলিশের গুলিতে’ ছিনতাইকারী নিহত
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৫৯:০৮
ধানমন্ডিতে ‘পুলিশের গুলিতে’ ছিনতাইকারী নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ধানমন্ডি এলাকায় পুলিশের গুলিতে সন্দেহভাজন এক ছিনতাইকারী নিহত হয়েছে। তবে অন্য একটি সূত্র জানায়, গণপিটুনিতে ওই ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সন্দেহভাজন ছিনতাইকারী সাগরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

 

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর ৬টার দিকে পল্টন এলাকায় একটি টয়োটা গাড়িকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ থামার সংকেত দেয়। চালক না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে টহল পুলিশের গাড়ি পিছু নেয়। এরপর কলাবাগান ও নিউমার্কেট এলাকা ঘুরে ধানমণ্ডির ৩ নম্বর রোডে পৌঁছানোর পর পুলিশের গাড়ি ওই গাড়ির পথ আটকালে ছিনতাইকারীরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি করে। এসময় দুজন গুলিবিদ্ধ হয়; আরেকজনকে পুলিশ ধরে ফেলে।

 

ওসি জানান, সাগর ও হযরত আলী নামের গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
 
গ্রেপ্তার আরেকজনের নাম আবুল বাশার। তিনি আগেও ছিনতাইয়ের অভিযোগে শাহবাগে পুলিশের হাতে ধরা পড়েছিলেন। কিন্তু পরে জামিনে বেরিয়ে এসে ফের অপরাধে জড়ান বলে জানান ওসি।
 
অন্যদিকে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হক বলেন, আজ ভোরে পল্টনের কাছাকাছি এলাকায় ছিনতাইকারীদের একটি চক্র ছিনতাই করছিল। এসময় তাদের ধাওয়া করে পুলিশ। গাড়ি নিয়ে তারা ধানমণ্ডির দিকে পালিয়ে যায়। ধানমণ্ডি ৩ নম্বর সড়কে তাদের আটকে দেয়া হয়। সেখানে উত্তেজিত জনতার গণধোলাইয়ে এক ছিনতাইকারী গুরুতর আহত হয়। পালানোর সময় আরেকজন পুলিশের গুলিতে আহত হয় এবং একজনকে আটক করে পুলিশ।
 
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ধারালো অস্ত্রসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
 

বিবার্তা/আছিয়া/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com