জবির ৩ শিক্ষার্থীকে পেটালো ‘তানজিল’ বাস স্টাফরা

জবির ৩ শিক্ষার্থীকে পেটালো ‘তানজিল’ বাস স্টাফরা
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৬, ১৬:০৯:০৭
জবির ৩ শিক্ষার্থীকে পেটালো ‘তানজিল’ বাস স্টাফরা
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্টুডেন্ট ভাড়া দেয়া নিয়ে বিতর্কের জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করেছে তানজিল পরিবহনের বাস স্টাফরা। শনিবার রাত সাড়ে ৯টায় মিরপুর-১’র গোল চত্বরে এ ঘটনা ঘটে।

আহত তিন শিক্ষর্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের অয়ন (অ্যাকাউন্টিং), রাজন (নাট্যকলা), ১০ম ব্যাচের কনক হিমু (ভূগোল ও পরিবেশ)।

সূত্রমতে, শনিবার সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বাসায় ফিরছিলেন এই তিন শিক্ষার্থী। তারা শিক্ষার্থী হিসেবে সদরঘাট থেকে মিরপুরের ভাড়ার অর্ধেক ভাড়া দিতে চাইলে তানজিল পরিবহন ঢাকা মেট্রো জ-১১১০১৭ এর স্টাফরা পুরো ভাড়া চায়। কেন স্টুডেন্ট ভাড়া রাখা হবে না, এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে বাস মিরপুর-১ এর গোল চত্বরে পৌঁছালে তানজিল পরিবহনের অন্য স্টাফরা মিলে তাদের উপর চড়াও হয়। এতে তিনজনই মারাত্মকভাবে আহত হন।

অয়নের হাতে ও আঙ্গুলে ফ্রাকচার হয়, রাজনের ও হাতে ও পায়ে আঘাত লাগে, হিমুর মাথা ফেটে গেছে। হিমুর মাথায় ছয়টি সেলাই দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্রটি। তাদের প্রচুর রক্তক্ষরণ শুরু হলে প্রত্যক্ষদর্শীরা মিরপুর সেলিনা হাসপাতালে ভর্তি করায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি আছেন।


ভুক্তভোগী কনক হিমু জানান, তারা অর্ধেক ভাড়া দিতে চাইলে তাদেরকে বাসের কর্মচারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা প্রতিবাদ করলে এক পর্যায়ে তাদের গায়ে হাত তোলে।

এ বিষয়ে জানতে চাইলে তানজিল বাসের পরিচালক আবুল হোসেন জানান, শনিবার বাসের ভাড়া নিয়ে স্টাফদের সাথে এরকম একটি ঘটনা ঘটেছে, তবে ওই তিন শিক্ষার্থী আমাদের দুটি গাড়ির গ্লাস ভেঙে ফেললে উপস্থিত লোকজন তাদেরকে পাল্টা জবাব দেয়। আমাদের কোনো স্টাফ তাদের গায়ে হাত তোলেনি। গ্লাস ভাঙ্গা গাড়ি দুটি দারুস সালাম থানায় আছে বলে জানান তিনি।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ বিষয়ে বিবার্তাকে বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।

বিবার্তা/আদনান/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com