‘আটকদের কয়েকটি গ্রুপ বিভিন্ন এলাকায় সক্রিয়’

‘আটকদের কয়েকটি গ্রুপ বিভিন্ন এলাকায় সক্রিয়’
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৮:০৬
‘আটকদের কয়েকটি গ্রুপ বিভিন্ন এলাকায় সক্রিয়’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
বিদেশ যাওয়ার প্রস্তুতিকালে রাজধানীর ফার্মগেটস্থ আনন্দ সিনেমা হলের বিপরিতে একটি রেস্টুরেন্ট ও নারায়ণগঞ্জ থেকে নব্য জেএমবির সদস্য সন্দেহে দুই দম্পতিকে আটক করেছে র‌্যাব-২। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন- মারজিয়া আক্তার ওরফে সুমি (১৯), মো. শরিফুল ইসলাম ওরফে মাহমুদ (১৮), মোঃ আমিনুল ইসলাম ওরফে আমিনুল (৩৪) ও নাহিদা সুলতানা।
 
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহামুদ খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি বলেন, আটককৃতরা নিও জেএমবির সদস‌্য। দেশ বসেই তারা তাদের সকল কার্যক্রম চালায়। তবে প্রতিকূল অবস্থা দেখলে তারা বিদেশে পালিয়ে যায়। তারা স্বীকার করেছেন যে, পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি হিসেবে ভিসা ও পাসপোর্ট প্রক্রিয়ার জন্য চেষ্টা করছিলেন।
 
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় তাদের বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে। যারা দেশের চিহ্নিত ব্যক্তিদের হত্যাসহ নানাবিধ আত্নঘাতী বোমা হামলার পরিকল্পনা এবং তা বাস্তবায়নের অপেক্ষায় আছে।
 
নাহিদ সুলতানাকে প্রাথমিক জিগাসাবাদে জানা যায়, সে ফেসবুকের মাধ্যমে জঙ্গি কার্যক্রমে অন্তর্ভূক্ত হয় এবং পরবর্তীতে সে প্রশিক্ষণের জন্য দাওলাতুল ইসলামের অ্যাপস ব্যবহার করত। সে নারায়নগঞ্জ সরকারী তুলদরাম কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছে।
 
সে শুধু মাত্র আদর্শিক কারণে ও জঙ্গি মতাদর্শে বিশ্বাসী এবং উক্ত দলে যোগ হওয়ায় সংগঠনের সিদ্ধান্তে এক এইচএসসি পাশ বিবাহিত পুরুষকে চলতি বছরের ২২ মে বিয়ে করেন। তাদের বিয়েতে সাক্ষী হিসেবে মাদারিপুরের হিন্দু শিক্ষক হত্যা চেষ্টার প্রধান আসামি ফাইজুল্লাহ ফাহিম উপস্থিত ছিলেন।
 
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তাদের কাছ থেকে নেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চলবে বলেও জানান মুফতি মাহামুদ খান।
 
বিবার্তা/আলী/যুথি
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com