শাহজালালে ময়লার ঝুড়িতে ৩ কেজি সোনা

শাহজালালে ময়লার ঝুড়িতে ৩ কেজি সোনা
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১০:০৭:৩৪
শাহজালালে ময়লার ঝুড়িতে ৩ কেজি সোনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে তিন কেজি ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
 
সোমবার ভোরে ইমিগ্রেশন সংলগ্ন টয়লেটের ভেতরে রাখা ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় বারগুলো উদ্ধার করা হয়।
 
ফুটেজ দেখে যাত্রী ও বিমানবন্দরের সম্ভাব্য সহযোগী শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান।
 
তিনি জানান, সোমবার ভোরের দিকে শুল্ক গোয়েন্দার সক্রিয় উপস্থিতি টের পেয়ে কোনো যাত্রী ওই সোনা ইমিগ্রেশনের টয়লেটের ঝুড়িতে ফেলে পালিয়ে যান।
 
শুল্ক গোয়েন্দার দল খবর পেয়ে ভোর পাঁচটা থেকে বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। বিভিন্ন পয়েন্টে তল্লাশি করার এক পর্যায়ে তারা ছয়টায় ইমিগ্রেশনের টয়লেটের ময়লার ঝুড়িতে সোনার বার পান।
 
সোনার বার উদ্ধারের আগে বিজি কুয়ালালামপুর, দোহা থেকে কাতার ফ্লাইট ও কুয়েত থেকে কুয়েত ফ্লাইট প্রায় একসঙ্গে অবতরণ করে।
 
সোনার বারগুলো ময়লার ঝুড়িতে টিস্যু দিয়ে মুড়িয়ে ঢেকে রাখা হয়েছিল। এর ভেতর পাঁচটি প্যাকেটে ১০টি বার কালো স্কচ টেপে মোড়ানো ছিল।
 
এগুলো খুলে ৫০০ গ্রাম ওজনের ৫টি এবং ১০০ গ্রাম ওজনের ৫টিসহ মোট ১০টি বার পাওয়া যায়। এদের মধ্যে এক কেজি ওজনের দুটি বার চার টুকরা করা ছিল। পরে ওজন করে দেখা যায় এই ১০টি বার তিন কেজির।
 
আটক সোনার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা। আনুষ্ঠানিকতা শেষে বারগুলো বাংলাদেশ ব্যংকে জমা দেয়া হবে।
 
বিবার্তা/জেমি/জিয়া
 
Comments section Loading...
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: bbartanational@gmail.com, info@bbarta24.net

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com