শাহজালালে ৮০ হাজার বিদেশি সিগারেট জব্দ

শাহজালালে ৮০ হাজার বিদেশি সিগারেট জব্দ
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৫:৫২
শাহজালালে ৮০ হাজার বিদেশি সিগারেট জব্দ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৮০ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। যার আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ টাকা।
 
সোমবার সকালে বিমানবন্দরে অভিযান চালিয়ে সিগারেটগুলো জব্দ করা হয়।
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিষয়টি নিশ্চিত বলেন, কাতাদের দোহা থেকে কাতার এয়ারলাইন্সের কিউআর ৬৩৪ এর বিমানে ভোর সাড়ে ৫টায় আবু ও জামাল ঢাকায় অবতরণ করেন। তারা কাস্টমস হলের ৪ নম্বর বেল্টের কাছে সিগারেটগুলো ফেলে রেখে যান। লাগেজের ট্যাগে তাদের নাম লেখা রয়েছে। তাদের শনাক্তে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
 
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, সিগারেটগুলো যাত্রীর ২টি লাগেজের ভেতরে ৪টি হাত ব্যাগে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়। এসব সিগারেট ৪০২ কার্টনে পাওয়া যায়। জব্দকৃত সিগারেট বেনসন অ্যান্ড হেজেস ও ডানহিল ব্রান্ডের। যার বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। 
 
বিবার্তা/প্লাবন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com