বিশ্বে নয়া পোলিও টিকার ব্যবহার শনিবার শুরু

বিশ্বে নয়া পোলিও টিকার ব্যবহার শনিবার শুরু
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৬, ০৮:৫৫:৪৮
বিশ্বে নয়া পোলিও টিকার ব্যবহার শনিবার  শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
 ট্রাই-ভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিনের পরিবর্তে বাই-ভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন ব্যবহার শুরু করবে বিশ্বের সব দেশ। আগামীকাল শনিবার এই বাই-ভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিনের ব্যবহার  একযোগে শুরু হবে। 
 
বাংলাদেশে ইপিআই প্রোগ্রামের ব্যবস্থাপক হাবিব আবদুল্লা সোহেল বলেন, ওপিভি ব্যবহারকারী সব দেশ সমন্বিতভাবে ২০১৬ সালের এপ্রিল মাস থেকে ট্রাইভ্যালেন্ট ওপিভি ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে তার পরিবর্তে বাইভ্যালেন্ট ওপিভি টিকা ব্যবহার শুরু করবে। বাইভ্যালেন্ট ওপিভি টিকা আগের মতো একই নিয়মে শিশুদের মুখে দুই ফোঁটা খাওয়াতে হবে। বাইভ্যালেন্ট ওপিভি ভ্যাকসিনে টাইপ-১ ও টাইপ-৩ রয়েছে। 
 
তিনি বলেন, টাইপ-১, টাইপ-২ ও টাইপ-৩ পোলিও ভাইরাসের এই তিনটি টাইপ থেকে পোলিও হতে পারে। তবে ১৯৯৯ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বের কোথাও পোলিও টাইপ-২ ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। অর্থাৎ টাইপ-২ পোলিও ভাইরাস ইতোমধ্য পৃথিবী থেকে নির্মূল হয়ে গেছে। 
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল সার্টিফিকেশন কমিশন' ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর বিশ্ব থেকে টাইপ-২ পোলিও নির্মূল হয়েছে বলে ঘোষণা করে বলেও জানান সোহেল। 
 
তিনি বলেন, সারা পৃথিবীতে যখন পোলিও রোগ নির্মূল হবে, তখন পোলিও টিকা খাওয়ানো বন্ধ করা হবে। তবে বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও থাকায় এ কার্যক্রম বন্ধ হচ্ছে না। আবদুল্লা সোহেল বলেন, ১০টি রোগের জন্য ১১টি টিকা দেয়া হয় শিশুদের। এতে বছরে সাড়ে সাতশো কোটি টাকা খরচ হয়। ২০১৯ সাল থেকে ওরাল পোলিও আর ব্যবহার হবে না।
 
জানা গেছে, ২০১২ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থা ‘দি পোলিও ইরাডিকেশন অ্যান্ড এনডগেম স্ট্র্যাটেজিক প্লান ২০১৩-২০১৮’ নামে একটি গুরুত্বপূর্ণ কর্মকৌশল প্রস্তুত করে যার মূল উদ্দেশ্যে হলো বিশ্বকে সম্পূর্ণভাবে পোলিও মুক্ত করা। ১৯৮৮ সালে সারা বিশ্ব পোলিও নির্মূল কার্যক্রম শুরু করার পর বিগত দুই দশক ধরে এই কার্যক্রম সফলভাবে চলছে এবং এর ফলে সারা বিশ্ব পোলিও রোগীর সংখ্যা শতকরা ৯৯ ভাগ কমিয়ে আনা সম্ভব হয়েছে।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com