ক্ষত সারানোর ঘরোয়া উপায়

ক্ষত সারানোর ঘরোয়া উপায়
প্রকাশ : ২৮ জুন ২০১৬, ১১:০৬:৩৪
ক্ষত সারানোর ঘরোয়া উপায়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
দৈনন্দিন নানা কাজের মাধ্যমে আমাদের হাতে ও পায়ে কাটা-ছেঁড়া হামেশাই লেগে হয়ে থাকে। কিন্তু সব সময় তো আর ডাক্তারের কাছে দৌড়ানো যায় না! ঘরোয়া পদ্ধতিতে ক্ষত সারানোর উপায় জানা থাকলে সুবিধা হয়। তাই আজ জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে ক্ষত সারানোর আটটি উপায়।
 
> ক্ষত স্থানে সামান্য মধু লাগিয়ে ব্যান্ডেজ করে ঘণ্টাখানেকের জন্য রেখে দিন। এক ঘণ্টা বাদে পরিষ্কার জল দিয়ে কেটে যাওয়া জায়গাটি ধুয়ে ফেলুন। কয়েকদিন ধরে বেশ কয়েকবার এই পদ্ধতি অবলম্বন করুন।
 
> দুই থেকে তিন কাপ জলে এক টেবিল চামচ সাদা ভিনিগার ভাল ভাবে মিশিয়ে নিন। ওই মিশ্রণে তুলো ভিজিয়ে বার বার লাগান। ক্ষত খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
 
> কাটা জায়গায় অ্যালোভেরা জেল লাগান। জেল লাগিয়ে কিছুক্ষণ রেখে শুকিয়ে ফেলুন।
 
> কেটে যাওয়া জায়গা থেকে রক্তক্ষরণ হলে রক্ত বন্ধ করতে খানিকটা গুড়ো হলুদ ক্ষত স্থানে লাগিয়ে রাখুন।
 
> কিছুটা কলাপাতা হাতে ঘষে নিয়ে ক্ষত স্থানে লাগিয়ে দিন। ম্যাজিকের মতো কাজ দেবে।
 
> পেঁয়াজ থেঁতো করে ক্ষত স্থানে লাগিয়ে রাখুন। আঘাতপ্রাপ্ত স্থানটি ব্যান্ডেজ দিয়ে আটকে রাখুন। খুব তাড়াতাড়ি ক্ষত সেরে যাবে।
 
> গাঁদা ফুলের পাঁপড়ি জলে মিশিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ওই জল ক্ষত স্থানে লাগান।
 
> ক্ষত সারাতে রসুন ভীষণ ভাল কাজ দেয়। কয়েক টুকরো রসুন থেঁতো করে মধুর সঙ্গে মিশিয়ে ক্ষত স্থানে লাগান। পাঁচ-দশ মিনিট পর উষ্ণ গরম জল দিয়ে ক্ষত স্থান ধুয়ে ফেলুন। দিনে অন্তত দু’বার এই রকম করুন।
 
বিবার্তা/জাকিয়া/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com