দারুণ উপকারী ঢেঁড়স-পানি

দারুণ উপকারী ঢেঁড়স-পানি
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৬, ১৩:১৮:১৯
দারুণ উপকারী ঢেঁড়স-পানি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
স্বাস্থ্যগুণের ভরা ঢেঁড়সের পিচ্ছিল ভাবের জন্য অনেকেই এটি পছন্দ করেন না। কিন্তু এই পিচ্ছিল সবজিটির রয়েছে অনেক ঔষধি গুণ। দক্ষিণ আফ্রিকায় এই সবজিটি কিডনি, ডায়াবেটিস, অ্যাজমা এবং কোলেস্টেরল প্রতিরোধে ব্যবহার করা হয়।
 
এক কাপ ঢেঁড়সে ২১ মিলিগ্রাম ভিটামিন সি, ২ গ্রাম প্রোটিন, ৬০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, ২৯৯ মিলিগ্রাম পটাশিয়াম, ৩ গ্রাম ফাইবার, ৩৩ ক্যালরি, ৭.৬ গ্রাম কার্বোহাইড্রেট, ৮০ মিলিগ্রাম ফলিক অ্যাসিড এবং .২ গ্রাম ফ্যাট আছে। লো ক্যালরি হওয়ায় এটি কোলেস্টেরল লেভেল কমিয়ে ওজন হ্রাস করে থাকে। এই ঢেঁড়স ভিজানো পানি ডায়াবেটিস, কোলেস্টেরলসহ নানা রোগের জন্য উপকারী।
দেখে নিন ঢেঁড়স পানির অসাধারণ স্বাস্থ্যগুণ-
 
উপকরণ
● ২টি ঢেঁড়স
● ১ গ্লাস পানি
 
যেভাবে তৈরি করবেন
● প্রথমে ঢেঁড়সগুলোর মুখ এবং লেজের অংশ কেটে নিন।
 
● এবার এক গ্লাস পানির মধ্যে কাটা ঢেঁড়স দিয়ে দিন।
 
● এভাবে সারা রাত রাখুন।
 
● সকালে খালি পেটে এটি পান করুন।
 
স্বাস্থ্য উপকারিতা
● রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
 
● ব্লাড সুগার কমিয়ে দেয়, যা ডায়াবেটিস প্রতিরোধ করে।
 
● কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ রাখে।
 
● কিডনি রোগ প্রতিরোধ করে।
 
● অ্যাজমা প্রতিরোধে সাহায্য করে।
 
ভাল ফল পেতে প্রতিদিন নাস্তার আগে খালি পেটে এটি পান করুন। এটি ডায়াবেটিস কমাতে সাহায্য করে, কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করে কিডনি সুস্থ রাখে।সূত্র: ইন্টারনেট।
 
বিবার্তা/জিয়া
 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com