বিশ্বস্বাস্থ্য সংস্থার বিশেষ সম্মাননা পেলো বাংলাদেশ

ধনুষ্টংকার প্রতিরোধে সাফল্য
বিশ্বস্বাস্থ্য সংস্থার বিশেষ সম্মাননা পেলো বাংলাদেশ
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৩:২৩
বিশ্বস্বাস্থ্য সংস্থার বিশেষ সম্মাননা পেলো বাংলাদেশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
মা ও নবজাতকের ধনুষ্টংকার প্রতিরোধে সাফল্যের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাংলাদেশকে বিশেষ সম্মাননা সনদ দেয়া হয়েছে। 
 
শ্রীলংকার রাজধানী কলম্বোর বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ে সংস্থার মহাপরিচালক ড. মার্গারেট চ্যানের হাত থেকে মঙ্গলবার এই সম্মাননা সনদ গ্রহণ করেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
 
সংস্থার আঞ্চলিক পরিচালক ড. পুনমক্ষেত্র পাল সিং এ সময় উপস্থিত ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। 
 
বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এসময় মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্যের জন্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। 
 
স্বাস্থ্য প্রতিমন্ত্রী সম্মেলনের অধিবেশনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং পাঁচটি অধিবেশনে সভাপতিত্ব করেন। বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের ৬৯তম সম্মেলনে সংস্থার মহাসচিব ড. মার্গারেট চ্যান ও দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক পরিচালক ড. পূনমক্ষেত্র পাল সিং এবং ১১টি সদস্য দেশের স্বাস্থ্য মন্ত্রীসহ ঊর্দ্ধতন কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মীরা যোগ দেন। 
 
পাঁচদিন ব্যাপী এই সম্মেলন গত ৫ সেপ্টেম্বর শ্রীলংকার রাজধানী কলম্বোতে শুরু হয়।
সম্মেলনে অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান বিষয়ে মন্ত্রী পর্যায়ের দুটি সভা অনুষ্ঠিত হয়। 
 
এতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক অংশ নিয়ে অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে বাংলাদেশের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। 
 
বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com