সউদি আরবে ১০২ নারী আইনজীবী

সউদি আরবে ১০২ নারী আইনজীবী
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৩:৩৪
সউদি আরবে ১০২ নারী আইনজীবী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+
সউদি আরবে সরকারি লাইসেন্সপ্রাপ্ত আইনজীবীর সংখ্যা তিন হাজার ৮৪৪ জন। এর মধ্যে নারী আইনজীবী ১০২ জন।
 
মঙ্গলবার প্রকাশিত সউদি বিচার মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ১৪৩৭ হিজরি সালে ৫১২ জনকে নতুন আইনজীবীর সরকারি লাইসেন্স দেয়া হয়েছে। এর মধ্যে ৩৯ জন নারী।
 
জেনারেল অথরিটি অব স্ট্যাটিস্টিক্স (জিএএস)-এর মতে, সউদি আরবে জনসংখ্যার অনুপাতে আইনজীবীর সংখ্যা কম। দেশটির জনসংখ্যা তিন কোটি ১০ লাখ ১৫ হাজার ৯৯৯ জন অর্থাৎ প্রতি ৮,০৬৯ জনের জন্য এক জন আইনজীবী। আইন পেশায় নারীর অনুপাত আরো কম; আইনজীবীদের মাত্র পাঁচ দশমিক তিন শতাংশ নারী।
 
সউদি আরবের প্রথম লাইসেন্সপ্রাপ্ত নারী আইনজীবী বায়ান জাহরান। ২০১৪ সালে তিনি ল অফিস খোলেন। দেশটিতে কোনো নারী আইনজীবীর ওটাই প্রথম ল অফিস। তিনি বলেন, আইন পেশার লাইসেন্স পাওয়াটা নারীদের জন্য একটু বেশি কঠিন, যদিও প্রক্রিয়াটা একই।  সূত্র : সউদি গেজেট
 
বিবার্তা/হুমায়ুন/মৌসুমী
 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com