তিন পদে ১১২০ জনবল নেবে ব্র্যাক

তিন পদে ১১২০ জনবল নেবে ব্র্যাক
প্রকাশ : ২১ জুন ২০১৬, ১৪:৪০:৫৭
তিন পদে ১১২০ জনবল নেবে ব্র্যাক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের ক্ষুদ্রঋণ কর্মসূচিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিন পদে এক হাজার ১২০ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে জুনিয়র শিক্ষানবিশ কর্মকর্তা (১২০ জন), কর্মসূচি সংগঠক (৫০০ জন) ও ঋণ কর্মকর্তা- প্রগতি (৫০০ জন)। আবেদন করা যাবে ১ জুলাই-২০১৬ তারিখের মধ্যে।
 
জুনিয়র শিক্ষানবিশ কর্মকর্তা
পদটির জন্য স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১৮ হাজার ২০ টাকা। সাথে থাকবে অন্যান্য ভাতাসহ অন্যান্য সুবিধা।
 
কর্মসূচি সংগঠক
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধু সিলেট ও চট্টগ্রাম বিভাগের কাজ করতে ইচ্ছুক প্রার্থীরা উচ্চমাধ্যমিক বা সমমান পাস হলেই আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে। পদটিতে বিভিন্ন সুবিধাসহ বেতন দেওয়া হবে ১১ হাজার ১৩০ টাকা থেকে ১৩ হাজার ৩৮ টাকা।
 
ঋণ কর্মকর্তা
পদটিতে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের শিক্ষাজীবনে কমপক্ষে তিনটি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১৭ হাজার ৩২৬ টাকা। পাশাপাশি থাকবে অন্যান্য সুযোগ-সুবিধা।
 
আবেদনের বয়স ও কর্মস্থল: পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে। ব্র্যাকের যেকোনো মাঠ কার্যালয়ে পদগুলোতে নিয়োগ দেওয়া হতে পারে।
 
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্রসহ আবেদন করতে পারবেন ‘ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার) পঞ্চম তলা, ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’ ঠিকানায়। আবেদন করা যাবে ১ জুলাই-২০১৬ তারিখের মধ্যে।
 
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ১৭ জুন-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন
তিন পদে ১১২০ জনবল নেবে ব্র্যাক
বিবার্তা/প্লাবন
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com