গ্রীষ্ম কিংবা বর্ষায় এই বুঝি আকাশের মুখ ভার, এই আবার ভাজা ভাজা হয়ে যাওয়ার মত অবস্থা। এই বুঝি আপনি সানগ্লাস পরে বাড়ি থেকে বেরোলেন, এই ঝমঝম বৃষ্টিতে এক্কেবারে কাকভেজা। তাই এ সময়ে একমাত্র ভরসা হলো ছাতা। যেহেুতু গ্রীষ্ম কিংবা বর্ষার সঙ্গী এই ছাতা, তাই একটু ভাবনা-চিন্তা করে ফ্যাশনে ভিড়িয়ে নেয়া যায় একে। তাহলে জুতো কিংবা ঘড়ির মত আপনার ছাতাও আপনাকে করে তুলবে ‘ইউনিক’। আসুন জেনে নেই ফ্যাশনেবল কিছু ছাতা সম্পর্কে।
বাবল আমব্রেলা
এখন তো স্বচ্ছ পোশাকই ট্রেন্ড। তাহলে স্বচ্ছ ছাতা নয় কেন? সাধারণ অথচ সুন্দর। ছাতা থাকবে কিন্তু, আপনি আড়াল হবেন না এই ছাতায়। আপনিও হোঁচট খাবেন না। দেখা যাবে চারদিক। বৃষ্টি শুরু হলে খুলে যাবে সহজেই। স্বচ্ছ ছাতায় থাকতেই পারে কালারফুল বর্ডার।
ফ্রিল আমব্রেলা
ছোটবেলায় ফ্রিল দেওয়া জামা অনেকেই পরেছেন এবার সেই ফ্যাশন হাজির হয়েছে ছাতায়। নানা রঙের ছাতা। তাতে একের পর এক লেয়ারে থাকবে ফ্রিল। ৯ টা পর্যন্ত লেয়ার থাকতে পারে। এমন ছাতায় ভেজার কোনও চান্সই নেই। ওজনে একটু ভারি হলেও এই ছাতা আপনার নারীত্ব আরও একটু বাড়িয়ে দিতে যথেষ্ট। বেশ একটা রাজকীয় ‘লুক’ দিতে পারে আপনাকে।
পোলকা ডট আমব্রেলা
পোলকা ডট কখনই ফ্যাশনে পুরনো হয় না। একসময় ছিল ফ্রক কিংবা শাড়ীতে। আর এখন ছাতায়। ছাতার মাঝে থাকবে একটা রঙ। আর চারপাশে মোটা পাড়ের মত ডিজাইম। মাঝখানটা একরঙা, আর চারপাশে অন্য একটা রঙের উপর পোলকা ডট। বর্ষায় ডেটিং-এ যাওয়ার সময় এই ছাতা আপনাকে আরও একটু আকর্ষণীয় করে তুলতে বাধ্য।
স্টারি নাইট
বর্ষার মেঘলা, মন-খারাপ করা দিনকে রঙিন করে তুলতে এই ছাতার জুড়ি মেলা ভার। এই ছাতার বিশেষত্ব হল, বাইরের দিকে কোনও ডিজাইন থাকবে না। থাকবে ভিতরের দিকে। রাতের উজ্জ্বল আকাশের মত রঙ থাকবে ভিতরে। বাইরেটা হবে কোনও গাঢ় রঙের। রঙ-তুলির খেলায় মন ভালো হতে বাধ্য।
লাভ হার্ট ছাতা
বৃষ্টির সঙ্গে প্রেমের একটা অদ্ভুত সম্পর্ক আছে। মেঘ করলেই মনটা কেমন প্রেম প্রেম করে। সেই রোমান্সে আরও একটু আগুন ধরাতে ব্যবহার করতে পারেন এই ছাতা। ছাতার উপরে থাকবে হার্টশেপের নকশা। গোল গোল করে লেখা থাকবে ‘love’ ‘love’ ‘love’.
বিবার্তা/জাকিয়া/যুথি