গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড না থাকার সুবিধা

গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড না থাকার সুবিধা
প্রকাশ : ০১ জুন ২০১৬, ১০:৩২:২১
গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড না থাকার সুবিধা
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+
জীবনে চলতে গেলে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড প্রয়োজন। যাদের কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নেই, তারা অন্যের সঙ্গী দেখে প্রায়ই দীর্ঘশ্বাস ফেলেন৷ কিন্তু এই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকাটা অনেক সময় যন্ত্রনার কারণ হয়। শান্তি বিনষ্ট করার পেছোনেও রয়েছে তাদের বড় অবদান। অনেকেই হয়ত জানেন না যে, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড না থাকার কত বড় বড় সুবিধা আছে৷ তাই আর দেরি না করে আজই জেনে নিন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড না থাকার কয়েকটি সুবিধা-
 
নিজেই নিজের সিদ্ধান্ত নেয়া
পেশার খাতিরে শহর বদলানো বা ঘুরতে যাওয়ার সময় আপনার যদি কোনো প্রেমিকা বা প্রেমিক না থাকে তাহলে চট করে সিদ্ধান্ত নিতে পারবেন৷ ব্যাগ নিলেন, আর চলে গেলেন৷ কিন্তু প্রেমিকা বা প্রেমিক থাকলে আলোচনা করতে হবে৷ এমনকি আপনার সিদ্ধান্ত বদলাতেও হতে পারে৷
 
সাহস নিয়ে চলা যায়
একা থাকলে অন্য মেয়েদের দিকে তাকানোর সময় আপনার মনে কোনো অপরাধবোধ কাজ করবে না৷ যার সাথে ফ্লার্ট করবেন সে-ও খারাপ ভাববে না৷ আর সঙ্গে যদি প্রেমিকা থাকে, আপনার দুঃসাহসই হবে না অন্য মেয়ের দিকে তাকাতে৷ প্রেমিকাদের বেলাতেও ঠিত তাই।
 
একা থাকা মানে স্লিম থাকা
এক জরিপে দেখা গেছে, যেসব মানুষ সম্পর্কে জড়ায়, তাদের ৬২ শতাংশের ওজন ৭ কেজি পর্যন্ত বেড়ে যায়৷ ডেটিংয়ের সাথে ওজন বাড়ার সম্পর্ক রয়েছে বলে ঐ জরিপের প্রতিবেদনে বলা হয়েছে৷ একা থাকলে মানুষ প্রচুর পরিশ্রম করে আর তাতে ওজনও কম থাকে, মোটা হওয়ার ভয়ও থাকে না৷
 
টাকা খরচ করতে হবে না
প্রেমিকা বা প্রেমিক থাকলে নিজেকে ফোকাস করার জন্য আপনাকে আজাইরা টাকা খরচ করতেই হবে। আজ কফিশপে তো কাল কোনো বড় রেস্টুরেন্টে, আবার পরশু শপিংমলে। এর মাঝে চা, ফুচকা ও চটপটি তো আছেই। আর সবাই খুব ভালো করেই জানেন এ প্রত্যেকটি ক্ষেত্রেই পকেট থেকে টাকা গুণতে হয়। তবে প্রেমিকাদের বেলায় খরচ কমই হয়ে থাকে। কিন্তু যদি প্রেমিক বা প্রেমিকা না থাকে তাহলে ভাবুন তো আপনার খরচ কতটা কমবে?
 
অফুরন্ত সময়
যাদের প্রেমিকা আছে, তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন, তাদের কতজন বই পড়ার, খেলা দেখার বা মুভি দেখার সময় পায়৷ একটা উত্তরই পাবেন, ‘সময়ই পাই না’৷ আর একা থাকলে নিজের ইচ্ছে মতো মুভি দেখা, গান শোনা, খেলা দেখার কত সময়!
 
আরামের ঘুম
‘ঘুম আসে না’- হঠাৎ বৃষ্টি’র সেই গানটার মতোই প্রেমিকদের অবস্থা৷ এটা সত্যিই অনেক মানুষ জানিয়েছে যে, প্রেমে পড়লে রাতের বেশিরভাগ সময় ফোনে প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে কথা হয়, তাই ঘুম খুব কম হয়৷ আর যদি একা থাকেন কোনো চিন্তা-ভাবনা, ঝগড়া-ঝাটি ছাড়া নিশ্চিন্ত ঘুম৷ আহ, এর চেয়ে শান্তি আর কী আছে!
 
বিচ্ছেদের কষ্ট নেই
যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ ভাগ বিয়ে ভেঙ্গে যায়৷ আর আর্থিক অসঙ্গতির কারণে অনেক পুরুষ চেয়েও তালাক পান না৷ এসব ঝামেলা এবং বিচ্ছেদের কষ্ট তাদেরই, যাদের প্রেমিকা, বান্ধবী বা স্ত্রী আছে৷ আপনার কী চিন্তা? আপনি তো একা, উপভোগ করুন জীবনটাকে৷
 
বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক
যারা একা থাকেন, তারা বন্ধু-বান্ধবদের সঙ্গে দারুণ সময় কাটাতে পারেন৷ সময়ের কোনো বাঁধা-ধরা থাকে না৷ আর যাদের প্রেমিকা বা প্রেমিক আছে তাদের জিজ্ঞেস করুন, বন্ধুদের কেবল প্রতিশ্রুতিই দেয়া হয়, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সেগুলো পূরণ করতে পারেন না৷ অথচ একলা থাকলে যখন খুশি বন্ধুদের সাথে দেখা করা, আড্ডা দেয়া যায়৷
 
কোনো চাহিদা বা আকাঙ্ক্ষা নেই
প্রতিটি সম্পর্কেই কিছু আকাঙ্ক্ষা এবং চাহিদা থাকে৷ আর প্রেমিকা বা প্রেমিকদের অনেক চাহিদা পূরণ করতে গিয়ে নাভিশ্বাস উঠে যায়৷ তাই প্রেমিকা বা প্রেমিক না থাকলে আপনি বাড়াতে থাকুন আপনার ব্যাংক ব্যালেন্স বা খরচ করুন আপনার ইচ্ছে মতো৷
 
বিবার্তা/জাকিয়া/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com