মরীচিকা

মরীচিকা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪৮:৫৫
মরীচিকা
এম. জেড. রহমান
প্রিন্ট অ-অ+
জীবনের রং সে-তো ফিঁকে হয়ে যায়,
যৌবণ তারুণ্য  উদ্যমতা একদা নীরবে থেমে যায়।
জীবন তো রঙ্গিন হয় কিংবা কারো বিবর্ণ হয়ে যায়,
আশায় কেউ বুক বাঁধে আবার কেউ ধুম্রজালে বেঁধে যায়।
 
মানুষ হতাশার কাফনে মোড়ানো জীবন্ত লাশ হয়,
জীবনের শেষ বিকেলে কেউ অমিল হিসেবের কথা কয়।
 
জীবন সে-তো আকাশের রংয়ের মতই বদলায়,
প্রভাতে ফুটন্ত পুষ্পের মতো যেন বিকেলেই ঝরে যায়।
সময় সে-তো বয়ে যায় স্রোতের মতই নিরবধি,
জোয়ারে উচ্ছ্বাস, ভাটায় ফিকে বিধাতার এই বিধি।
 
আশা সে-তো মরীচিকা কভু কী কিঞ্চিৎ ধরা দেয়?
ছলের বেসাতি সে কেবলই হাতছানি দিয়ে যায়।
সুখ পাখিটা সে-তো নিরাকার প্রজাপতির ডানায়,
ধোঁয়াশার জীবনে সে-তো অধরাই থেকে যায়।
 
দিন সে-তো রাতের কোলে হয়ে যায় নিরাকার,
তিমির রজনী নিরুদ্দেশ হয় আভাসে দিবা'র।
আলো- আধারের ভীড়ে জীবনের ডিঙ্গি দিশেহারা,
অবাঞ্ছিত-রঞ্জিত স্বাদের তাড়ায় জীবনটাই আজ রং ছাড়া।
 
বিবার্তা/মৌসুমী
 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com