বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণশিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম (২৪) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
	 
	সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন বলে ছাত্রলীগের দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা জানিয়েছেন। 
	 
	নজরুল ইসলামের গ্রামের বাড়ি সিলেট। বাবা-মায়ের একমাত্র সন্তান নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।
	 
	নজরুল ইসলামের অকাল মৃত্যুতে ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
	 
	এক শোক বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
	 
	বিবার্তা/কাফী