রংপুরে ঈদের নামাজ আদায় করেছেন এরশাদ

রংপুরে ঈদের নামাজ আদায় করেছেন এরশাদ
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৫:৩০
রংপুরে ঈদের নামাজ আদায় করেছেন এরশাদ
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+
রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।  এ জামাতে জাপা চেয়ারম্যান ছাড়াও ঈদের নামাজ আদায় করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম নূর উন-নবী, জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এ কে এম মারুফ হাসান, জেলা প্রশাসকসহ জেলার বিশিষ্ট রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। 
 
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন রংপুর কেন্দ্রীয় কোর্ট জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম। নামাজ শেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। 
 
বিবার্তা/আমিন/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com