অভূতপূর্ব গণসংবর্ধনা পাচ্ছেন প্রধানমন্ত্রী

অভূতপূর্ব গণসংবর্ধনা পাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৯:৪৩
অভূতপূর্ব গণসংবর্ধনা পাচ্ছেন প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
জাতিসংঘের ৭১ তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত এই সংবর্ধনা দেয়া হবে।
 
সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম একথা জানান।
 
জাতিসংঘ সম্মেলনে যোগ দেয়ার আগে প্রধানমন্ত্রী যান কানাডায়। এই সফরকে ঘিরেই বিশেষভাবে আপ্লুত আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর খুনিদের একজন নুর চৌধুরী এই দেশেই অবস্থান করছেন বলে তথ্য আছে বাংলাদেশ সরকারের কাছে। তাকে ফিরিয়ে দিতে বাংলাদেশ বারবার তাগাদা দিলেও এতদিন কানাডা তা অগ্রাহ্য করেছে। কারণ, দেশটি মৃত্যুদণ্ডের বিরোধী। এই সাজা পাওয়া কোনো আসামিকে কানাডা নিজ দেশে ফিরিয়ে না দেয়ার নীতিতে অটল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানাডা সফরে দীর্ঘদিনের এই অবস্থান থেকে দেশটির সরে আসার ইঙ্গিত মিলেছে। নুর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একমত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ।
 
প্রধানমন্ত্রী জানিয়েছেন, নুর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে কানাডায় এরই মধ্যে আইনজীবী নিয়োগ হয়েছে। এই অগ্রগতিকে প্রধানমন্ত্রীর সফরে জয় হিসেবে দেখছে ক্ষমতাসীন দল।
 
প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরলে বরাবর সংবর্ধনার আয়োজন করে আওয়ামী লীগ। তবে দীর্ঘ পথ ধরে এই সংবর্ধনাকে কেন্দ্র করে যেন যানজটের ভোগান্তি তৈরি না হয় সে জন্য সতর্ক থাকার কথা জানান আওয়ামী লীগ নেতা আশরাফ। তিনি বলেন, মূল সড়কে না দাঁড়িয়ে নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নেবেন।
 
গত ১৪ সেপ্টেম্বর কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট কনফারেন্স এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১ তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
যাত্রাপথে লন্ডনে একদিন অবস্থানের পর প্রথমে তিনি কানাডার মন্ট্রিয়ালে ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’-এ যোগ দেন। পরে সেখান থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১ তম অধিবেশনে যোগ দিতে ১৮ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন।২৬ সেপ্টেম্বর বিকালে তিনি ঢাকায় ফিরবেন।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com