মানুষ গণতন্ত্রের সুফল থেকে বঞ্চিত: বাবলা

মানুষ গণতন্ত্রের সুফল থেকে বঞ্চিত: বাবলা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৭:৫৫
মানুষ গণতন্ত্রের সুফল থেকে বঞ্চিত: বাবলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা -৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, গণতন্ত্রের জন্য আমাদের নেতা এরশাদ স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু দেশের সাধারণ মানুষ  সেই গণতন্ত্রের সুফল থেকে বঞ্চিত।
 
মঙ্গলবার বিকেলে শ্যামপুর থানা জাতীয় পার্টির এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বাবলা বলেন, গত পঁচিশ বছরে তথাকথিত গণতন্ত্রের বলি হয়েছে হাজার হাজার সাধারণ মানুষ। এই সময়ে গুটিকয়েক মানুষের ভাগ্যের পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দেশের আপামর জনসাধারণের ভাগ্যের পরিবর্তন করতে হলে পল্লীবন্ধু এরশাদের বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় এসে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।
 
শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় আরো বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহীম মোল্লা, হানিফ সর্দার, জহিরুল ইসলাম জহির, মো. সাজু, মোতালেব হোসেন, মো. আসাদ, মো. মানিকসহ স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ। 
 
সভায় আগামী ২৪ সেপ্টেম্বরের কর্মী সমাবেশ সফল করার জন্য প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সাংগঠনিক কর্মসূচি জোরদার করার সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী ১ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পযর্ন্ত তিনমাস ব্যাপী শ্যামপুর কদমতলি থানার সদস্য সংগ্রহ অভিযান পরিচালনাসহ সকল ওয়ার্ড ও ইউনিটে কর্মী সমাবেশ  আায়োজন করার সিদ্ধান্ত হয়। 
 
বিবার্তা/বিপ্লব/রয়েল 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com