‘প্রধানমন্ত্রীর সংবর্ধনা দৃষ্টান্তই হবে’

‘প্রধানমন্ত্রীর সংবর্ধনা দৃষ্টান্তই হবে’
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৭:৩২
‘প্রধানমন্ত্রীর সংবর্ধনা দৃষ্টান্তই হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
প্রধানমন্ত্রীর ঢাকায় অবতরণের পর থেকে বাসভবন পর্যন্ত নিয়ে যাওয়ার সংবর্ধনা কর্মসূচি জনগণের মনে রাখার মত একটি দৃষ্টান্ত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।  
 
বুধবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা লীগ, মহিলা লীগসহ দলের সব সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভায় তিনি মন্তব্য করেন।
 
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আমার বিশ্বাস এটা বিশাল একটা সংবর্ধনা হবে। এয়ারপোর্ট থেকে শুরু করে ঢাকা ক্যান্টনমেন্টের পাশ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে গিয়ে শেষ হবে। সবাই উদ্যমী ভূমিকা পালন করলে একটি বিশাল একটি শোডাউন সেখানে হবে।
 
তিনি বলেন, যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য সহযোগী সংগঠনের কারা কোথায় অবস্থান করবেন সেই স্পটগুলো আমরা নির্দিষ্ট করে দেব। সবাইকে নিয়েই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে চাই।
 
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের জন্য দেশের মানুষের জন্য সব সময় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা শুধু তাকে ছোট্ট একটু ধন্যবাদ দেব। তাকে দেয়ার মত একমাত্র ভালবাসা ছাড়া আমাদের আওয়ামী লীগ পরিবারের কিছুই নেই।
সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।
 
বিবার্তা/ওরিন/জেমি
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com