দেশে ফিরলেন খালেদা

দেশে ফিরলেন খালেদা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৪:০৪
দেশে ফিরলেন খালেদা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। 
 
সেখানে তাকে অর্ভ্যথনা জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা। ৫টা ২২ মিনিটের দিকে তিনি বিমান্দর এলাকা ছাড়েন। 
 
এসময় বিমান বন্দরের বাইরে বিএনপি নেত্রীকে সর্ম্বধনা জানান দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। এরআগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মদিনার আব্দুল আজিজ বিমানবন্দর থেকে বেগম জিয়াকে বহনকারী বিমান ঢাকার পথে যাত্রা করে। 
 
সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের নেতৃত্ব কয়েক হাজার নেতাকর্মী বিমানবন্দরে খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিদায় জানান। সৌদি আরব থেকে আবুধাবি বিমানবন্দর পর্যন্ত একই বিমানের যাত্রী হন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, পরিবার ও আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যরা। 
 
আবুধাবি বিমান বন্দরে ৩ ঘণ্টা যাত্রা বিরতির পর খালেদা জিয়া এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে অন্য একটি বিমানে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।
 
এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে তাকে গণসংবর্ধনার অংশ হিসেবে বিমান বন্দর এলাকায় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন। তারা খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।
 
সৌদি বাদশা সউদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে গত ১১ সেপ্টেম্বর পবিত্র হজ সম্পন্ন করেন। গত ৭ নভেম্বর হজ করতে বাংলাদেশ থেকে খালেদা জিয়া এবং লন্ডন থেকে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা জেদ্দা পৌঁছেন।
 
তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথির এটি প্রথম হজ। ২০১৪ সালে তারা খালেদা জিয়ার সঙ্গে উমরাহ করেন। 
 
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা বেগমও হজ করেন।
 
বিবার্তা/বিপ্লব/কাফী
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com