‘ইসি গঠন নিয়ে সমালোচনার অধিকার বিএনপির নেই’

‘ইসি গঠন নিয়ে সমালোচনার অধিকার বিএনপির নেই’
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪২:১৯
‘ইসি গঠন নিয়ে সমালোচনার অধিকার বিএনপির নেই’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপি-জামায়াত জোটের প্রতি উদ্দেশ্য করে বলেছেন, যারা ক্ষমতায় থাকাকালে আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করেছে, নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে সমালোচনা করার অধিকার তাদের নেই।
 
শনিবার রাজধানীর মিরপুর ১০ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা সফল করার লক্ষ্যে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
 
হানিফ বলেন, নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতি সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্বচ্ছভাবে সবার সঙ্গে কথা বলে পরবর্তী কমিশন গঠন করবেন।
 
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই, চক্রান্ত চলছে। সরকারের পতন ঘটাতে বিএনপি এবং জামায়াত এখনো তৎপর। প্রতিকূলতা এবং বার বার ষড়যন্ত্র মোকাবেলা করে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছেন শেখ হাসিনা।
 
ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আসাদুজ্জামান খান কামাল, সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
 
বিবার্তা/বিপ্লব/কাফী
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com