‘পাকিস্তানকে দাওয়াতের প্রশ্নই ওঠে না’

‘পাকিস্তানকে দাওয়াতের প্রশ্নই ওঠে না’
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৪:৫০
‘পাকিস্তানকে দাওয়াতের প্রশ্নই ওঠে না’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
আসন্ন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে পাকিস্তানকে দাওয়াতের প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছন আওয়ামী লীগের সভঅফপতি মন্ডলীর সদস্য মো. নাসিম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অভ্যর্থনা উপকমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
 
মো. নাসিম বলেন, গত কয়েক দিন আগে বিভিন্ন পত্র-পত্রিকায় আওয়ামী লীগের সম্মেলনে পাকিস্তানের বিভিন্ন রাজেনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর খবর প্রকাশিত হয়েছে। তাদের কে দাওয়াত দিয়েছে? এভাবে কল্পনার ভিত্তিতে খবর প্রকাশ করা উচিত না। আর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে পাকিস্তানকে দাওয়াতের কোনো প্রশ্নই ওঠে না।
 
তিনি বলেন, যারা নিষেধ অমান্য করে বাংলাদেশের বিভিন্ন আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে, যারা এদেশের স্বাধীনতা চায় নি তাদের দাওয়াত দেয়া হবে না। সম্মেলনে বাহিরের রাষ্ট্রের কাদের কাদের দাওয়াত দেয়া হবে সে বিষয়ে এখনও আলোচনা চলছে। আমরা খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে জানাবো।
 
মধ্যবর্তী নির্বাচন নয়, বিএনপি পূর্বের নির্বাচন চায়-বিএনপির এমন বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালেই জাতীয় নির্বাচন হবে। যথাসময়ে সংবিধান মেনে শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
বৈঠকে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল ফারুক খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপা‌চার্য মীজানুর রহমান প্রমুখ।
 
বিবার্তা/ওরিন/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com