নেতার পুত্র নেতা হবেন স্বাভাবিক, কিন্তু নিয়ম?

নেতার পুত্র নেতা হবেন স্বাভাবিক, কিন্তু নিয়ম?
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৪:৩৯
নেতার পুত্র নেতা হবেন স্বাভাবিক, কিন্তু নিয়ম?
এস এম হৃদয় রহমান
প্রিন্ট অ-অ+
আজকাল রাজনৈতিক পরিমণ্ডলে একটি কথা শোনা যাচ্ছে, নেতার পুত্ররা খুব সহজেই নেতা হয়ে যাচ্ছেন কোনো রকম ত্যাগ-তিতীক্ষা ছাড়াই। একজন সাধারণ কর্মী ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠনসহ দলীয় বিভিন্ন সংগঠনে রাজনীতি করে এসে নেতা পুত্রদের কাছে হেরে যাচ্ছেন। কোন রাজনৈতিক বিচারে কর্মীদেরকে বঞ্চিত করা হয় এখন প্রশ্ন প্রতিটি রাজনৈতিক দলের কর্মদের মধ্যে।
 
আসছে আওয়ামী লীগ, বিএনপিসহ বড় দলগুলোর কাউন্সিল। কাউন্সিলকে কেন্দ্র করে এখন প্রতিটি দলেই সাজ সাজ রব। কিন্তু কাউন্সিলগুলোকে ঘিরে সাধারণ মানুষের ভাবনাগুলো অন্যরকম। তারা ভাবছেন, নেতা হওয়ার জন্য কি আছে কোনো নিয়মতান্ত্রিক উপায়? নাকি নেতার পুত্র দলের জন্য কোনো রকম ত্যাগ ছাড়াই স্বজনপ্রীতির বলে নেতা হয়ে যাবেন?
 
এবার আসা যাক কথার সূত্রপাতে। আজ ২০ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে কথা হচ্ছিল একজন বই ক্রেতার সাথে। নাম তার কৃষ্ণ সারথি দেবনাথ। কৃষ্ণ অনেকগুলো বই কিনেছেন মেলা থেকে এর মধ্যে রাজনৈতিক ঘটনাবলী সম্বলিত বইয়ের সংখ্যাই বেশি। বই কেনার ফাঁকেই কৃষ্ণ সারথিকে জিজ্ঞেস করলাম, আপনি এতগুলো বই কিনলেন কিন্তু কোনো গল্প, উপন্যাসের বই নেই। তিনি জবাব দিলেন, দেখেন আমি রাজনৈতিক বিষয় পড়তেই পছন্দ করি। আমি রাজনীতিকে জানতে চাই বইয়ের মাধ্যমে। আমি জিজ্ঞেস করলাম, রাজনৈতিক বইয়ে কি এমন মজার বিষয় আছে? তখন কৃষ্ণ সারথি বলছিলেন, এইচএসসি পড়া অবস্থায়, সে অনেক আগের কথা প্রায় ১০ থেকে ১৫ বছরের আগের কথা বলছি।
 
আমি রাজনীতি করতাম, একটি দলের ছাত্র সংগঠনের সাথে ‍যুক্ত ছিলাম। দলের জন্য কি করিনি, মার খেয়েছি, দিনের পর দিন কলেজ যেতে পারিনি প্রতিপক্ষের হামলার ভয়ে, কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস আমার এলাকার বড় বড় নেতাদের পুত্র-সন্তানরা দলে পদবি নিয়ে বসে আছেন, যারা একদিনও রাজনীতির র ও উচ্চারণ করেননি তারাই হয়ে গেলেন দলের সব, কিন্তু আমরা যারা কষ্ট করলাম, দিনের পর দিন ঘরে ঘুমালাম না, সেই আমাদের ভাগ্যে জোটলো স্রেফ সদস্যপদ! আমাদেরও তো স্বপ্ন ছিল একদিন আমরা দলের নেতৃত্বস্থানীয় পর্যায়ে যাবো কিন্তু সেটা কই ? নেতারাই তো নিয়ম ভাঙেন সবার আগে। নেতৃত্বের এই নিয়মগুলো কেন ভেঙে যায় সেই প্রশ্নের জবাব খুঁজতেই আমি এই ধরনের বই পড়ি।
 
দেখেন আমাদের দেশের বড় দু দলেই কাউন্সিল খুবই শিগগিরই হতে যাচ্ছে। এই কাউন্সিলগুলোকে ঘিরে একটা নিয়মতান্ত্রিকতা দরকার রয়েছে। আমার মতো যারা নেতৃত্ব পায়নি, তাদের ভাগ্য খারাপ তারা পায়নি। কিন্তু এমন যেন আর কোনো দলের কর্মীর সাথে না হয় সে বিষয়টা দলগুলোকে খেয়াল রাখতে হবে, ভুলবশত দুএকটি ঘটনা এরকম ঘটনা ঘটতে পারে কিন্তু পরবর্তীতে অভিযোগ পেলে যদি নেতৃস্থানীয়রা সদয় দৃষ্টি দেন তাহলে কেউই বঞ্চিত হবেন না।
 
বিবার্তা/মহসিন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com