বিরাজনীতিকরণের চমকপ্রদ প্রক্রিয়া

বিরাজনীতিকরণের চমকপ্রদ প্রক্রিয়া
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৬:৫৭
বিরাজনীতিকরণের চমকপ্রদ প্রক্রিয়া
হায়দার মোহাম্মাদ জিতু
প্রিন্ট অ-অ+
রাজনীতি হলো একটা দর্শন বা চিন্তা, যার দ্বারা প্রতিটি মানুষ, সমাজ, রাষ্ট্র তথা পুরো বিশ্ব পরিচালিত। তবে রাষ্ট্রভেদে  রাজনৈতিক আদর্শ, দর্শন কিংবা চিন্তার ধরণ ভিন্ন । 
 
তত্ত্বীয় জায়গায় হাতড়ানোর তাগিদ নেই। তবে সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে যে যৎসামান্য বুঝি, তাতে রাজনৈতিক দিকনির্দেশনাহীন কোনো রাষ্ট্র বা সমাজ কখনই সামনে এগোতে পারে না। রাজনীতির সাথে গণতন্ত্র বিষয়টিও মুদ্রার এপিঠ-ওপিঠের মতো। আর গণতন্ত্রে সার্বজনীনতার বিষয়টি সর্বোচ্চ চর্চিত। আর তাই এর  চাহিদাও বেশি।
 
আশ্চর্যের বিষয় হলো, আমাদের দেশের একটি বহুল প্রচারিত পত্রিকা তার একটি উইং ব্যবহার করে বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে  সূক্ষ্মভাবে চালনা করে আসছে। আর আমরাও বুঝে না বুঝে বাহবা দিয়ে তাদের অনুপ্রাণিত করে চলেছি।
 
আক্রমণের অভিপ্রায় নেই, তবে সত্য উন্মোচনের তাগিদ রয়েছে। সেই তাগিদেই লিখছি , ‘প্রথম আলো’ পত্রিকাটি ‘বন্ধুসভা’ নামক একটি সংগঠনের জনক। যেখানকার টার্গেট তরুণ প্রজন্ম। সংগঠনটির গঠনতন্ত্রে স্পষ্ট করে বলা আছে, ‘বন্ধুসভার কোনো সদস্য কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হতে পারবে না।’ অর্থাৎ এটা স্পষ্ট যে, তারা বিরাজনীতিকরণের এক চমকপ্রদ ফাঁদ পেতে বসেছে। 
 
বিরাজনীতিকরণ বলতে যে শুধু রাজনৈতিক জ্ঞানশূন্যতাকে বোঝায় তা নয়, বরং একটি দেশ বা রাষ্ট্রের চলমান রাজনৈতিক দর্শন বা চিন্তাকেও প্রত্যাখ্যান করা বোঝায়। আবার মনীষীরাও বলেন, কোনো প্রকারের দর্শন বা চিন্তা ছাড়া নাকি মানুষের টিকে থাকাটা অসম্ভব। কাজেই আমাদের ক্ষুদ্র মনে প্রশ্ন জাগাটা মোটেই অবান্তর নয় যে, তারা আসলে কি দর্শন বা মতাদর্শে চালিত হচ্ছেন ? 
 
জঙ্গি তৎপরতা নিয়ে  একতরফা বৃথা আস্ফালন না করে তাদের এই বিরাজনীতিকরণের প্রক্রিয়াটি সম্পর্কেও হয়তো একটু অনুসন্ধানী ক্রিয়া চালনা করা হবে যৌক্তিক। 
 
লেখক : সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
 
বিবার্তা/মৌসুমী/হুমায়ুন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com