কুমিল্লার হোমনা উপজেলা সদরের উত্তর পাড়া থেকে একটি বিরল প্রজাতীর রাজ শকুন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় হোমনা উপজেলার রেহানা মজিদ মহিলা কলেজ সংলগ্ন বালুর মাঠ থেকে আহত অবস্থায় ৮০ বছরেরও বেশি পুরনো একটি বিরল প্রজাতীর ওই রাজ শকুন উদ্ধার করে হোমনা চৌরাস্তা মোড়ের ওয়ার্কসপ মালিক মোঃ জামাল মিয়া।
এই রাজ শকুনটি দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছে হোমনা চৌরাস্তা মোড়ে জামাল মিয়ার ওয়ার্কসপে।
এ ব্যাপারে ওয়ার্কসপ মালিক মোঃ জামাল মিয়া বলেন, আমি দুপুরে খাবার খেতে বাসায় যাবার সময় কলেজ সংলগ্ন বালুর মাঠে একদল দুষ্টু ছেলেদের খেলতে দেখি এবং সেখানে প্রচুর মানুষের ভিড় দেখে এগিয়ে গিয়ে দেখতে পাই ছেলেরা ৮০ বছরেরও বেশি পুরনো বিরল প্রজাতীর একটি রাজ শকুন নিয়ে খেলছে ও সেটিকে আঘাত করছে। এসময় আমি আমার বন্ধুদের সহায়তায় শকুনটিকে উদ্ধার করি।এরপর প্রাথমিক চিকিৎসার জন্য হোমনা উপজেলা পশু হাসপাতালে চিকিৎসা করাই। সুস্থ হলে শকুনটিকে অবমুক্ত করে দেওয়া হবে বলে তিনি জানান।
বিবার্তা/রায়হান/রয়েল