দুঃস্থদের মাঝে চাল বিতরণ করলেন কৃষিমন্ত্রী

দুঃস্থদের মাঝে চাল বিতরণ করলেন কৃষিমন্ত্রী
প্রকাশ : ২৪ জুন ২০১৬, ১৭:০২:৩৬
দুঃস্থদের মাঝে চাল বিতরণ করলেন কৃষিমন্ত্রী
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নস্থ গোজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী ছাত্র-ছাত্রী ও গরীব-দুঃস্থদের মাঝে শাড়ি, থ্রিপিস, ট্রাউজার, গেঞ্জি ও ভিজিএফ’র চাল বিতরণ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

শুক্রবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়নের ৩৮টি মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫২ জন শিক্ষার্থীর মাঝে মেধাক্রম অনুসারে প্রথম পাঁচজনকে একটি করে শাড়ি ও প্রথম দশজনকে একটি করে থ্রিপিস দেন তিনি। এরপর তিন হাজার দুইশ গরীব-দুঃস্থের মাঝে শাড়ি, ট্রাউজার, গেঞ্জি ও টি-শার্ট এবং এক হাজার ৩৩৭ জনের মাঝে ২০ কেজি করে স্পেশাল ভিজিএফেরর চালসহ খেজুর বিতরণ করেন।

এসময় মন্ত্রীর সাথে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ডা. এএম পারভেজ রহিম, পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযুদ্ধা জিয়াউল হোসেন,সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবুবক্কর সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মন্ত্রী নকলা উপজেলার উরফা ইউনিয়নে ১৫৫০ জন দুঃস্থের মাঝে চাল বিতরণ করেন।

বিবার্তা/সানী/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com