ঈদের ছুটিতেও নির্বাচনী প্রচারে জুয়েল আরেং

ঈদের ছুটিতেও নির্বাচনী প্রচারে জুয়েল আরেং
প্রকাশ : ০৯ জুলাই ২০১৬, ০৮:৪০:২০
ঈদের ছুটিতেও নির্বাচনী প্রচারে জুয়েল আরেং
হালুয়াঘাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
আগামী ১৮ জুলাই ময়মনসিংহ-১, (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ উপনির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পাড় করছেন এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপির পুত্র মিস্টার জুয়েল আরেং। 
 
কিছুদিন আগেও স্বতন্ত্র প্রার্থী ধোবাউড়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুনের সঙ্গে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী সেলিমা খাতুনের লড়াই ছিল সমানে সমান। কিন্তু এ কদিনে প্রতিমন্ত্রী পুত্র মিস্টার জুয়েল আরেং আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। 
 
বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে শুক্রবার আবারো প্রচারনায় নেমেছেন তিনি।  ধারা বাজারেও শুক্রবার পথসভা অনুষ্ঠিত হয়েছে। পড়ে তা জনসভায় রূপ লাভ করে। ধারা তাবিল প্লাজার সামনে অনুষ্ঠিত পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ। 
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, স্বদেশী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার ভজন নন্দী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শাহ্ দেলোয়ার হোসেন, সদস্য মুজিবর রহমান প্রমুখ। 
 
জুয়েল আরেং তার বক্তব্যে বলেন, আবার বাবার রেখে যাওয়া হালুয়াঘাট-ধোবাউড়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসছে নির্বাচনে আমাকে ভোট দেবেন। আমি হালুয়াঘাট-ধোবাউড়া উন্নয়নের জন্য যা-যা করা দরকার তাই করবো। 
 
পথসভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যাপক মাহাবুবুর রহমান। পথসভা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান তোফায়েল আহমদ বিপ্লব এর নেতৃত্বে একটি মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
 
বিবার্তা/মাজহারুল/জিয়া 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com