হবিগঞ্জ থেকে ২ যুবক নিখোঁজ: পরিবারের দাবি

হবিগঞ্জ থেকে ২ যুবক নিখোঁজ: পরিবারের দাবি
প্রকাশ : ২৮ জুলাই ২০১৬, ০৪:২৭:০৪
হবিগঞ্জ থেকে ২ যুবক নিখোঁজ: পরিবারের দাবি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
হবিগঞ্জ শহর থেকে একটি প্রাইভেট কোম্পানির ফিল্ড সুপার ভাইজারসহ দুই যুবক নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা।  এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শংকরঘুশ গ্রামের ইদ্রিছ আলীর ছেলে মো. আমিনুল ইসলাম (৩০) হবিগঞ্জ শহরে পাতাকুড়ি সোসাইটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফিল্ড সুপার ভাইজার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন।
 
গত সোমবার আমিনুল শহর থেকে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজ করার পর তার কোনও সন্ধান না পাওয়ায় হবিগঞ্জ সদর মডেল থানায়  একটি সাধারণ ডায়েরি করা হয়।
 
অপরদিকে, শহরতলীর তিতখাই গ্রামের কানু রায়ের পুত্র বিজিত রায় প্রায় ১ মাস আগে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
 
এ ব্যাপারে বিজিত রায়ের পিতা কানু রায় জানায়, তার ছেলে বিজিত প্রায় ১ মাস আগে বাড়ির পার্শ্ববর্তী একজন ছেলের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়।  পরে আত্মীয় স্বজনদের বাড়িতে খুঁজেও তাকে আর পাওয়া যায়নি। তাই থানায় জিডি করেছি। তবে তার ধারণা, শত্রুতার জেরধরে কেউ তার ছেলেকে অপহরণ করে থাকতে পারে।
 
হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, নিখোঁজের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
 
বিবার্তা/ডিডি/ইফতি
Comments section Loading...
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: bbartanational@gmail.com, info@bbarta24.net

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com