শেরপুর বিদ্যুৎ অফিসে শ্রমিকদের তালা

শেরপুর বিদ্যুৎ অফিসে শ্রমিকদের তালা
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৬, ১৬:২৮:০৮
শেরপুর বিদ্যুৎ অফিসে শ্রমিকদের তালা
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানীতে রুপান্তর করার চলমান প্রক্রিয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য শেরপুরে বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। 
 
জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ শেরপুর শাখার আহ্বানে বুধবার দিনব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের মেইন গেটসহ অফিসের বিভিন্ন সেক্টরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। 
 
জাতীয় বিদ্যুৎ লীগ শেরপুর শাখার সাধারন সম্পাদক সাইদুল ইসলাম জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্বেও এটিকে কোম্পানী করার প্রক্রিয়া চলছে যা আমরা কোনভাবেই মেনে নিবনা।
 
জানতে চাইলে শেরপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, আমাদের রাজশাহী ও রংপুর বিভাগ কোম্পানী হয়ে গেছে। সরকারের অংশ হিসাবে আমরা আরো ভাল করে সাধারণ জনগনকে সেবা দিতে চাই। আর এজন্যই সিবিএ নেতাদের আন্দোলনে আমাদের সম্মতি রয়েছে। তবে জরুরী সেবা অব্যাহত থেকে এ আন্দোলন চলমান থাকবে।
 
বিবার্তা/সানী/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com