ফের পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

ফের পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৬, ২৩:১০:৩১
ফের পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+
ফের পিছিয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। 
 
বুধবার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে কোনো সাক্ষী না আসায় মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। এ কারণে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান আগামীকাল বৃহস্পতিবার মামলার পরবর্তী তারিখ ধার্য্য করেছেন।
 
সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, সাক্ষী না আসায় আসামিদের আদালতে হাজির করা হয়নি। 
 
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। 
 
এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। 
 
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে।
 
বিবার্তা/রোকন/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com