শেরপুরে জাতীয় শোক দিবস পালিত

শেরপুরে জাতীয় শোক দিবস পালিত
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৬, ১২:৫৯:৩৬
শেরপুরে জাতীয় শোক দিবস পালিত
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
যথাযোগ্য মর্যাদায় শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
 
সোমবার সূর্যদোয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। সকাল ৯ টায় কালেক্টরেট প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক ড. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা আইনজীবি সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর প্রেসক্লাব, সরকারি, বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
 
এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 
 
পুষ্প অর্পণ শেষে বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ জাতির পিতার পরিবারের শহীদ সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে একটি শোক র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
আলোচনা শেষে জেলা প্রশাসনের আয়োজনে শিশুদের কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।
 
এছাড়াও জেলার নালিতাবাড়ী, নকলা, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
 
বিবার্তা/সানী/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com