নীলফামারী পল্লীবিদ্যুতের জিএমসহ বরখাস্ত ৩

নীলফামারী পল্লীবিদ্যুতের জিএমসহ বরখাস্ত ৩
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৬, ০০:৪৯:৫৪
নীলফামারী পল্লীবিদ্যুতের জিএমসহ বরখাস্ত ৩
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারী পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) ইনসের আলী, টেপারহাট পল্লীবিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ ও লাইনম্যান রুবেল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রামে পল্লী বিদ্যুতের তার ছিড়ে দুই ব্যক্তির মৃত্যু ও নয়জনের আহতের ঘটনায় তাদের বরখাস্ত করা হয়।

 
এছাড়া এ ঘটনায় পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
সোমবার সন্ধ্যায় নীলফামারী পল্লীবিদ্যুৎ সমিতির দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।
 
সূত্র জানায়, পল্লীবিদ্যুৎ সমিতির ঢাকা প্রধান কার্যালয়ের পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এছাড়া নীলফামারী পল্লীবিদ্যুৎ সমিতির উপ মহাব্যবস্থাপক মকছেমুল হাকিমকে প্রধান করে আরেকটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
এদিকে, পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে নিহতদের দাফনের ব্যবস্থা, পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা খরচ বহন করা হচ্ছে।
 
পল্লীবিদ্যুৎ সমিতির উপ মহাব্যবস্থাপক মকছেমুল হাকিম বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে টেপারহাট পল্লীবিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ ও লাইনম্যান রুবেল হোসেনকে  বরখাস্ত করা হয়েছে।
 
পল্লীবিদ্যুৎ সমিতির রংপুর অফিসের নির্বাহী প্রকৌশলী (সিস্টেম অপারেশন) মাসুদ আলম জানান, ঢাকা প্রধান কার্যালয়ের এক নির্দেশে নীলফামারী পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) ইনসের আলীকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলে ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে উপমহাব্যবস্থাপক মকছেমুল হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
 
কিশোরীগঞ্জ থানার  ওসি-তদন্ত আশরাফুজ্জামান বলেন, দুইজনের মৃত্যুর ব্যপারে আমরা নিশ্চিত হয়েছি। নিহত সাজেদুর রহমানের বাবা জাবেদ আলী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।
 
বিবার্তা/ইডি/ইফতি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com