ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালিত

ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালিত
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৬, ১৫:৫৬:৪৩
ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালিত
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ফুলবাড়ীতে কয়লা খনি বিরোধী ‘ফুলবাড়ী ট্রাজেডি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সম্মিলিত ও পৃথক পৃথকভাবে দিবসটি পালন করেন।

সকাল ৮টায় জাতীয় শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর কালো ব্যাচ ধারণ, শোক র‌্যালি ও ফুলবাড়ী শহর প্রদক্ষিণ, শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, নিমতলা মোড়ে স্মরণ সভা ও সমাবেশ হয়। মসজিদ, মন্দির ও গীর্জায় দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।  

সকাল ১১টায় তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আয়োজনে নিমতলা মোড়ে স্মরণসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলা শাখার কমিউনিস্ট পার্টির জয় প্রকাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ।

তিনি বলেন, নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সারাদেশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ফুলবাড়ী ৬ দফা চুক্তির পুনর্বাস্তবায়ন করতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণ সংহতি আন্দোলনের সমন্ময়ক জোনায়েদ সাকী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসাইন, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সদস্য সম্পাদক টিপু বিশ্বাস, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সাইফুল ইসলাম জুয়েল, জাতীয় গনফ্রন্টের ফুলবাড়ী শাখার আহ্বায়ক ও তেল গ্যাস রক্ষা কমিটির ৬ থানার সমন্বয়ক মো. আমিনুল ইসলাম বাবলু, ফুলবাড়ী উপজেলা এনজিও ফোরামের সভাপতি এম এ কাইয়ুম, কমিউনিস্ট পার্টির সঞ্জিত কুমার জিতু, ফুলবাড়ী নির্মাণ শ্রমিক সমিতির সভাপতি মো. আলাউদ্দিন প্রমুখ।

অন্যদিকে পৃথকভাবে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে  ‘ফুলবাড়ী ট্রাজেডি দিবস’ পালন করেন সম্মিলিত পেশাজীবী সংগঠন । র‌্যালি শেষে পার্বতীপুরের বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও করতোয়ার সাংবাদিক শেখ সাব্বির আলীর সভাপতিতে উর্বশী সিনেমা হলের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী পেশাজীবী সংগঠনের আহব্বায়ক পৌর মেয়র মো. মানিক সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মো. ময়েজ উদ্দিন, ফুলবাড়ী ইলেক্ট্রিক সমিতির সভাপতি মো. ফারুখ আহম্মেদ প্রমুখ।

এছাড়াও দিনাজপুর জেলার হোটেল শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. মতিয়ার রহমানের নেতৃত্বে শোক র‌্যালি বের হয়। এতে অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী রতি রায় প্রমুখ।

বিবার্তা/মেহেদী/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com