ডাকাতি মামলায় সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

ডাকাতি মামলায় সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:৫৯:৫৯
ডাকাতি মামলায় সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+
ডাকাতি মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মামলায় হাজিরা দিয়ে জামিন আবেদন জানালে শুনানি শেষে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালত-৩ এর বিচারক জাহিদুল ইসলাম এ আদেশ দেন।
 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবুল হাশেম জানান, নগরীর বোয়ালিয়া থানার ডাকাতি মামলার আসামি তুহিন। দীর্ঘদিন থেকে তিনি মামলায় হাজিরা দেননি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। আজ হাজিরা দিয়ে জামিন আবেদন জানাতে গেলে বিচারক জাহিদুল হক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২১ আগস্ট রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকার একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তুহিন।
 
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৮ আগস্ট উপাচার্যের দফতরে অপেক্ষমান কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি তুহিনকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়।
 
বিবার্তা/রিমন/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com