জেলার তাহিরপুর উপজেলার বৌলাই নদীতে নৌকাডুবে দুই বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। 
	 
	এরা হলেন, তাহিরপুর উপজেলার দক্ষিণকুল গ্রামের আবুল কাশেমের ছেলে তোহাদুর রহমান (২২) ও একই গ্রামের রবি দাসের ছেলে সঞ্জিব দাস (২০)।
	 
	পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি বড় নৌকায় পাথর বোঝাই করে রবিবার রাতে বৌলাই নদীর দক্ষিণকুল গ্রামের ঘাটে নোঙর করে রেখে নৌকার ভেতরে ঘুমিয়ে পড়েন চার শ্রমিক। শেষ রাতে বৃষ্টি হলে পাথর বোঝাই নৌকাটি এক সময় ডুবে যায়। এ সময় দুই শ্রমিক সাঁতরে কূলে উঠতে সক্ষম হন। সকালে স্থানীয় লোকজন নৌকার ভেতর থেকে অপর দুই শ্রমিকের লাশ উদ্ধার করে। 
	 
	তাহিপুর থানার ওসি মোহাম্মদ হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
	 
	বিবার্তা/রোকন/কাফী