মাগুরায় ঈদের নামাজে সাকিব আল হাসান

মাগুরায় ঈদের নামাজে সাকিব আল হাসান
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৩:১৬
মাগুরায় ঈদের নামাজে সাকিব আল হাসান
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
মাগুরায় উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
 
সকাল সাড়ে ৮টার দিকে শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
 
যেখানে জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, বিশ্ব বরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসানসহ জেলার সর্বস্তরের মানুষ এখানে নামাজ আদায় করেন।
 
জামাতে ইমামতি করেন জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. রইস উদ্দিন। এরপর একে একে শহরের জজ কোর্ট মসজিদ, ভায়না এতিমখানা, পিটিআই, পূর্বপাড়া, পরলা, পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালী, শিবরামপুর, দরি মাগুরা এতিমখানা, পৌর গোরস্থান মসজিদ, নতুন বাজার দারুল কোরআন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
 
সকাল ৯ টায় জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় মহম্মদপুরের কাশিপুর ঈদগাহে। এখানে ২৫ গ্রামের মানুষ এক সাথে নামাজ আদায় করেন।
 
বিবার্তা/আমিন/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com