ভুয়া কাগজে পুলিশে যোগদানের চেষ্টা, যুবক কারাগারে

ভুয়া কাগজে পুলিশে যোগদানের চেষ্টা, যুবক কারাগারে
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৩:৩৪
ভুয়া কাগজে পুলিশে যোগদানের চেষ্টা, যুবক কারাগারে
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+
বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ভুয়া কাগজপত্র নিয়ে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগ দিতে গিয়ে এক যুবক আটক হয়েছেন। রবিবার রাতে তাকে আটকের পর সোমবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।
 
আটক ওই যুবকের নাম আবু রায়হান (২৫)। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চররাঘব গ্রামে। বাবার নাম মো. বদিউজ্জামান।
 
রাজশাহীর চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, রবিবার দুপুরে ওই যুবক ভুয়া নিয়োগপত্রসহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির ক্যাডেট শাখায় ৩৫তম বহিরাগত ক্যাডেট এসআই হিসেবে যোগ দিতে যান।
 
এ সময় পুলিশ অ্যাকাডেমির পক্ষ থেকে তার কাগজপত্র যাচাই করা হলে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়। এরপর তাকে আটক করে চারঘাট থানায় সোপর্দ করা হয়।
 
ওসি জানান, আবু রায়হানের এই প্রতারণার চেষ্টায় পুলিশ অ্যাকাডেমির ক্যাডেট শাখার পরিদর্শক শেখ এনামুল হক বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
বিবার্তা/রিমন/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com