ঝিনাইদহে পুলিশ লাঞ্ছনার ঘটনায় মামলা

ঝিনাইদহে পুলিশ লাঞ্ছনার ঘটনায় মামলা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৯:১০
ঝিনাইদহে পুলিশ লাঞ্ছনার ঘটনায় মামলা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজত খানায় সোমবার পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার ঘটনায় আদালতে মামলা হয়েছে (নং ঝিসিআর ৬৯৫/১৬)। 
 
মঙ্গলবার পুলিশের এটিএসআই মলি­ক মোস্তাব আলী বাদী হয়ে মামলাটি করেন। 
 
ঝিনাইদহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর অভিযোগটি আমলে নিয়ে একমাত্র আসামি শাহরিয়ার পারভেজ রাসেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তবে রাসেল বর্তমানে হাজতেই রয়েছেন।
 
উলে­খ্য, সোমবার হাজতখানায় রাসেলকে খাবার দিতে গেলে পুলিশের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। রাসেলের স্বজনদের অভিযোগ, খাবার দিতে ৪০০ টাকা দাবি করে পুলিশ। এ নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। 
 
ঘটনার দিন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সাংবাদিকদের জানিয়েছিলেন সেখানে তেমন কিছুই ঘটেনি। তবে মঙ্গলবার মামলা ও আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর বিষয়টি খোলাসা হয়। 
 
এদিকে বিষয়টি নিয়ে কোর্ট ইন্সপেক্টর আব্দুল বারী জানান, দল বেধে লোকজন দেখা করতে আসছিল। আমরা বাধা দিলে তারা আমাদের সাথে দুর্ব্যবহার করে এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের লাঞ্ছিত করা হয়। 
 
বিবার্তা/কোরবান/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com