লালমনিরহাটকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করার ঘোষণা

লালমনিরহাটকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করার ঘোষণা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫৮:১৫
লালমনিরহাটকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করার ঘোষণা
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
জঙ্গিবাদ নির্মূলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে লালমনিরহাট পুলিশ সুপার ও জনপ্রতিনিধিরা জেলাকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
 
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সিনিয়র সহ সভাপতি মো. সিরাজুল ইসলাম, লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম ও পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। 
 
বাক্তারা লালমনিরহাটকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত রাখতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। 
 
সমাবেশ শেষে যাত্রীবাহী বাস ও বিভিন্ন দর্শনীয় স্থানে জঙ্গিবিরোধী স্লোগান সম্বলিত পোস্টার লাগানো হয়। 
 
বিবার্তা/জিন্না/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com