‘সবাইকে সততার সাথে কাজ করতে হবে’

‘সবাইকে সততার সাথে কাজ করতে হবে’
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৭:৫৬
‘সবাইকে সততার সাথে কাজ করতে হবে’
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। 
 
রবিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অডিটরিয়ামে ৬৩তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। আর এই উন্নয়নের যাত্রাকে ধরে রাখতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সততার সাথে কাজ করতে হবে। 
 
ছয়মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৫টি ক্যাডারের (জুডিশিয়াল সার্ভিসের ৩৮ জন কর্মকর্তা ও বিপিএটিসির ৪জন কর্মকর্তাসহ) ৩২০ জন মাঠ পর্যায়ের নবীন কর্মকর্তারা অংশ নেন। যার মধ্যে ৮৩ জন মহিলা প্রশিক্ষণার্থী রয়েছেন।
 
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর আ.ল.ম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বিবার্তা/শরিফুল/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com