গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৫:০৫
গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে মো. ফারুক (৫১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে আসামিকে ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের স্বশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। 
 
সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন। 
 
কারাদণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন (৫১) গাজীপুর মহানগরীর টঙ্গী থানাধীন হাজীর বস্তি এলাকার জীবন ড্রাইভারের ছেলে। 
 
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ফারুকের সঙ্গে টঙ্গীর ভরান তমিজ শাহ’র মাজার এলাকার আবু ইউসুফ দেওয়ানের মেয়ে রত্নার (৩০) বিয়ে হয়। তাদের সংসারে দুইটি মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে। ফারুক প্রায়ই নেশা করত। ২০১০ সালের ২ আগস্ট ভোরে ফারুক মারপিট করে এবং শ্বাসরোধে রত্নাকে হত্যা করে। সকালে খবর পেয়ে নিহতের বাবা মেয়ের লাশ দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
 
তিনি আরো জানান, প্রথমে এ ব্যাপারে টঙ্গী থানায় অপমৃত্যু মামলা এবং পরে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ফারুককে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে হত্য মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী থানার এসআই আবুল বাসার তদন্ত শেষে ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে আজ দুপুরে আদালত আসামির বিরুদ্ধে এই রায় দিলো। 
 
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন গাজীপুর আদালতের পিপি অ্যাড. মো. হারিছ উদ্দিন আহমদ এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. ওয়াহিদুজ্জামান আকন্দ।
 
বিবার্তা/তুহিন/রয়েল
Comments section Loading...
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: bbartanational@gmail.com, info@bbarta24.net

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com