চট্টগ্রামে বস্তি থেকে একে-২২ রাইফেল উদ্ধার

চট্টগ্রামে বস্তি থেকে একে-২২ রাইফেল উদ্ধার
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৬:৪৪
চট্টগ্রামে বস্তি থেকে একে-২২ রাইফেল উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+
চট্টগ্রামের বন্দরনগরীর একটি বস্তি থেকে একে-২২ রাইফেল, এসএমজি ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছেে র‌্যাব। সকালে নগরীর রেলওয়ের আইস ফ্যাক্টরি রোড সংলগ্ন বাস্তুহারা কলোনি বস্তি থেকে এগুলো উদ্ধার হয়।
 
র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি একে ২২ রাইফেল ও এসএমজি রয়েছে। এ ছাড়া রয়েছে রাইফেলের দুটি ম্যাগজিন, ১৬টি রকেট ফ্লেয়ার ও চারটি রাম দা। এই ঘটনায় দুজনকে আটক করেছে র‌্যাব।
 
র‌্যাব-৭ এর পক্ষ থেকে দুপুরে সংবাদ মাধ্যমে মুঠোফোনে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। ওই বার্তায় এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ।
 
এদিকে র‌্যা ব-৭ এর অধিনায়ক লেফটেন্যােন্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর আইস ফ্যাক্টরি রোড সংলগ্ন এই বস্তিতে অভিযান চালানো হয়। এই অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্যব প্রকাশের কথা জানান তিনি।
 
তিনি বলেন, মাদকের আখড়া হিসেবে পরিচিত এই বস্তি আগে থেকেই র‌্যাবে নজরদারিতে ছিল। সাধারণত নিম্ন আয়ের লোকজন সেখানে কম টাকায় বাসা ভাড়া নিয়ে থাকে।
 
বিবার্তা/জেমি/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com