নীলফামারীতে ৮১৪ মণ্ডপে পূজা

নীলফামারীতে ৮১৪ মণ্ডপে পূজা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৭:২০
নীলফামারীতে ৮১৪ মণ্ডপে পূজা
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
আর মাত্র কয়েকদিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারের এ উৎসবে নীলফামারী জেলায় ৮১৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 
 
ডোমার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কানজিলাল জানান, নীলফামারী জেলায় এবার ৮১৪টি মন্দিরে দুর্গাপূজা পালিত হবে।
 
এদিকে পূজাকে ঘিরে জেলা জুড়ে ইতোমধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে শিল্পীদের ব্যস্ততা। রাত-দিন একাধারে চলছে রং-তুলির কাজ। সৌন্দর্য বাড়াতে রং শিল্পীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।  জেলার বিভিন্ন মন্দিরে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
 
দিনাজপুর জেলার খানসামা থানার চন্দ্র মোহন রায়ের ছেলে প্রতিমা শিল্পী মাধব চন্দ্র রায় জানান, ইতোমধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। প্রতিমাগুলো শুকালেই রং তুলির কাজ শুরু করা হবে।
 
তিনি আরও বলেন, সহযোগীদের নিয়ে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। প্রতিমাকে মনোমুগ্ধকর ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে মনোযোগ দিয়ে কাজ করতে হয়। প্রতিমার পাশাপাশি সব মন্দিরে চলছে আলোকসজ্জা, তোরণ ও প্যান্ডেল তৈরির কাজ।
 
বিবার্তা/নাজিম/রাহাত
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com